নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর জন্য পুরুষ বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা

পটভূমি

লিঙ্গভিত্তিক সহিংসতা বর্তমান বিশ্বে একটি বড় সমস্যা। এই সমস্যা সমাধানে বিশ্বব্যাপী গড়ে উঠছে নানা আন্দোলন। এসকল আন্দোলন সব সময় প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েই গেছে। বর্তমানে যে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিম-ল সৃষ্টি হয়েছে, সেখানে নারী আন্দোলনকে চালিয়ে নিয়ে যাওয়াও কঠিন হয়ে দাঁড়িয়েছে। অনেক কঠোর আইন রয়েছে। তবে আইনগুলোর বাস্তবায়ন হচ্ছে না। এক্ষেত্রে রাষ্ট্রীয় ও বেসরকারি পর্যায়ে অনেক গুণগত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ধারাবাহিকতায় সহিংসতা প্রতিরোধে ইউএন ওমেন বিশ্বব্যাপী নানা পদক্ষেপ গ্রহণ করছে। বাংলাদেশেও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে ব্যাক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও সমাজ পর্যায়ে ব্যাপক পদক্ষেপ নেয়া হচ্ছে।

#HeForShe #নারীরজন্যপুরুষ

লৈঙ্গিক সমতা অর্জনে ইউএন উইমেনের একটি সংহতিমূলক আন্দোলন হি ফর শি’ (#HeForShe) বা #নারীরজন্যপুরুষ। ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে ইউএন উইমেনের নির্বাহী পরিচালক ফুমজিলে স্ল্যামবো এনচুকা এবং শুভেচ্ছা দূত এমা ওয়াটসনকে নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। পুরুষরাও যাতে নারীদের সহায়ক হয় কিংবা নারীবাদ যে শুধু নারীদেরই বিষয় নয়, পুরুষদেরও বিষয় হতে পারে সেটিই তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এই প্রচারাভিযানে। এই ভাষণের মূল বার্তাই হলো- শুধু নারী নয়, বরং লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী ও পুরুষ উভয়কেই ভূমিকা রাখতে হবে।

পুরস্কারের অর্থমূল্য যথাক্রমে ৩০,০০০/- ২০,০০০/- ও ১০,০০০/- টাকা
 

উদ্দেশ্য

লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ ও লৈঙ্গিক সমতা অর্জনে সচেতনতা বৃদ্ধি করা এবং পারস্পরিক হস্তক্ষেপের মাধ্যমে একটি সম্প্রীতিমূলক সামাজিক কাঠামো তৈরী করাই এই প্রজেক্টের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে ইউএন ওমেন, বাংলাদেশ এর আয়োজনে শুরু হতে যাচ্ছে সহিংসতা প্রতিরোধে, পুরুষ আছে নারীর সাথে’ শিরোণামে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর জন্য পুরুষ বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা। ১৮-৩৫ বছর বয়সী পুরুষদের অংশগ্রহনে আয়োজিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য কাহিনিসংক্ষেপ আহ্বান করা যাচ্ছে।

কাহিনি সংক্ষেপসহ রেজিস্ট্রেশন আহ্বান করা যাচ্ছে

নিয়মাবলী

  • ১৮-৩৫ বছর বয়সের যে কোনো বাংলাদেশী পুরুষ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন
  • চলচ্চিত্রের বিষয়বস্তু অবশ্যই মৌলিক এবং প্রতিযোগিতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে
  • চলচ্চিত্রের ভাষা হবে শুধুমাত্র বাংলা। তবে ইংরেজী সাবটাইটেল থাকতে হবে।
  • চলচ্চিত্রের ব্যাপ্তিকাল সর্বোচ্চ ৫ মিনিট
  • কাহিনিসংক্ষেপ সর্বোচ্চ ৫০০ শব্দের হতে হবে
  • একজন প্রতিযোগী বা একটি দল একটিমাত্র কাহিনীসংক্ষেপই জমা দিতে পারবেন
  • কাহিনিসংক্ষেপ পাঠাবার সময় নির্ধারিত গুগল ফর্ম পূরণ করতে হবে।
  • বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে
  • কোনো প্রকার নকল বা কপিরাইট লংঙ্ঘন প্রমানিত হলে সয়ংক্রিয়ভাবে আবেদন বাতিল হয়ে যাবে
  • ইউএন ওমেন কর্তৃপক্ষ চলচ্চিত্রগুলো প্রদর্শনের এবং স্ক্রিপ্টগুলো নিয়ে পরবর্তীতে অডিও ভিজুয়াল তৈরী করার সত্ত্ব সংরক্ষণ করবে।

কাহিনিসংক্ষেপ জমা দেয়ার পর নির্বাচিত ১৫টি কাহিনি নিয়ে ২ দিনের একটি কর্মশালা করা হবে। কর্মশালা সম্পন্ন করার পর বেধে দেয়া সময়ের মধ্যে পূর্ণ পান্ডুলিপি জমা দিতে হবে। পান্ডুলিপি জমা দেয়ার পর বাছাইকৃত ১০ টি পান্ডুলিপি নিয়ে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।

পুরস্কার

পুরস্কারের অর্থমূল্য যথাক্রমে ৩০,০০০/- ২০,০০০/- ও ১০,০০০/- টাকা

পুরস্কার

রেজিস্ট্রেশন করুন এখানে

রেজিস্ট্রেশন ফর্ম: https://forms.gle/Rm1BgSWBiazYnEw88

রেজিস্ট্রেশনের শেষ তারিখ

১০ আগস্ট ২০১৯